পথদুর্ঘটনায় একসঙ্গে মৃত বাবা মেয়ে

med2.jpgঅভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরঃ বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় বাবা মেয়ে সহ মৃত ৩। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গৌরার কাছে জগন্নাথপুর এলাকায়।জানাগেছে গতকাল সন্ধ্যায় সুশীল দাস তার পরিবার নিয়ে হাওড়ায় গিয়েছিলেন ভাগ্নের বিয়েতে যোগ দিতে।ফেরার পথে রাত্রি দেড়টা দুটো নাগাদ তাদের গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশীল দাস ও তার মেয়ে মৌমিতা দাস ও গাড়ি চালকের।আহত হয় সুশীল বাবুর স্ত্রী ও ভাগ্নি।পেছনে থাকা বর যাত্রীর গাড়ির লোকেরাই আহত দের উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।med3.jpg(ছবি-অভিষেক চক্রবর্তী)   

med3

%d bloggers like this: