মেদিনীপুর পৌরসভার উদ্যোগে জুট ব্যাগ বিতরণ

Untitleddewrererঅভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ  মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতা শিবির ও জুট ব্যাগ বিতরণ করা হলো এবং শহরবাসীর কাছে আবেদন করা হল তারা যেন পলি ব্যাগ ব্যবহার না করে এবং যেখানে সেখানে পলিব্যাগ না ফেলে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রশাসক, এস.ডি.ও. দিননারায়ন ঘোষ ও প্রাক্তন পৌর পিতা জেলা পরিষদের মেন্টর প্রণব বসু এবং সমস্ত ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর। প্রত্যেক ওয়ার্ডের চারজন করে মোট ১০০ জনকে এই জুট ব্যাগ প্রদান করা হয় এবং পরে পৌরসভার কর্মীরা প্রত্যেক ওয়ার্ডের সমস্ত বাড়িতে গিয়ে ব্যাগ প্রদান করে আসবে, এবং  যে সমস্ত দোকানদার পলিব্যাগ স্টক করে রাখবে তাদেরকে ২৫০ টাকা ফাইন করা হবে বলেও এদিন জানানো হয়। যে সমস্ত ব্যক্তি হাতে করে পলি ব্যাগ নিয়ে যাবে তাদের জন্য ৫০ টাকা ফাইন করা হবে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করা। (ছবি অভিষেক চক্রবর্তী)

gorumara

jee-tunes-advt

bhuyan-package

%d bloggers like this: