জমির মালিকানার নথিপত্র প্রদান

Untitledঅভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ প্রায় পাঁচ হাজার পরিবারকে জমির মালিকানার নথিপত্র প্রদান করা হল এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি, মোহন গান্ধী, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু, খড়্গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকার সহ আন্যান্য আধিকারিকরা। জেলাশাসক পি, মোহন গান্ধী জানান, মুখ্যমন্ত্রী গত ডিসেম্বর মাসে এসেই নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেসব পরিবারের কাছে জমির মালিকানার কোন নথি নেই, প্রশাসনিক উদ্যোগে তাদের নথির ব্যবস্থা করার জন্য। সেইমত আজ খড়্গপুরের খাসজঙ্গল, মেদিনীপুরের বাড়পাথর ক্যান্টনমেন্ট, চাঁদিয়ানা বাজার, কর্নেলগোলা ও কেরানীটোলার আংশিক মৌজায় বসবাসকারী ৪৫৪৩ টি পরিবারকে সরকারি ভাবে জমির মালিকানা করা হল। এছাড়াও যেসব পরিবারের কাছে জমির কোনরকম কাগজপত্র নেই, তাদের জমি লিজের অন্তর্ভুক্ত করা হল। এদিন অনুষ্ঠান মঞ্চেই মেদিনীপুর ও খড়্গপুরের ৩৭ জনের হাতে জমির মালিকানার নথিপত্র তুলে দেওয়া হয়। (ছবি অভিষেক চক্রবর্তী)

bhuyan-package

banner-advt-amitabha

jee-tunes-advt

advt-vromonolife

%d bloggers like this: