অভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ আনন্দপুর থানার আমণপুর গ্রাম পঞ্চায়েত এর কেশুর গেরিয়ার বাসিন্দা চিত্ত রঞ্জন ডোগরা (৫৭) আলুর জমি দেখে এসে ব্যাপক ক্ষতি হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। যদিও পুলিশের বক্তব্য ওনার আত্মহত্যার অন্য কোনো কারণ থাকতে পারে যা ক্ষতিয়ে দেখা হচ্ছে। চিত্তরঞ্জন বাবুর বাড়ির লোকের বক্তব্য আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ার জন্য কয়েকদিন ধরেই তিনি মন খারাপ করেছিলেন। ব্যাংকের থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। অকাল বর্ষণ তার সমস্ত আলুক্ষেত ডুবে যায়। কোনও দিশা খুঁজে না পেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ বাড়ির লোকেদের।(ছবি অভিষেক চক্রবর্তী)