আদিবাসী যুবতিকে গনধর্ষনে ব্যাপক চাঞ্চল্য মেদিনীপুরে

drererঅভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ  মেদিনীপুর শহরের এক আদিবাসী যুবতিকে গনধর্ষনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে যুবতীর তরফে। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করে রাতেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। সূত্রের খবর, গতকাল শহরের লালদিঘীপাড় এলাকায় পূর্ণিমা সরেন নামে  ২১ বছর বয়সী এক যুবতিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষেরা। যুবতীর বাড়ি শহরের নতুন বাজার এলাকায়। বিয়ে হলেও পরে তা ভেঙে যাওয়ায় দাদাদের কাছেই থাকেন ঐ যুবতী। রবিবার পূর্ণিমা হবিবপুরে দিদির বাড়ি যায়। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে ওই যুবতি। কিন্তু দিদির বাড়িতে ফেরেনি পূর্ণিমা। অনেক খোঁজাখুজির পরেও তার হদিশ মেলেনি। সকালে লালদিঘীর পাড় এলাকায় তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পৌঁছায় তার বাড়িতেও। পুলিশ এসে ঐ যুবতীকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরিবারের অভিযোগ, তাকে গনধর্ষন করা হয়েছে। ঘটনার কথা জানতে পেরে রাতেই জেলা পুলিশের পদস্থ কর্তারা হাসপাতালে আসেন। যুবতীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা তার পূর্ব পরিচিত কী না তাও খতিয়ে দেখছে পুলিশ। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। (ছবি অভিষেক চক্রবর্তী)

advt-vromonolife

gorumara

bhuyan-package

banner-advt-amitabha

%d bloggers like this: