আদিবাসী মানুষজনদের জমির পাট্টা প্রদান

898809890অভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সবং অডিটোরিয়াম হলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের পাট্টা রেকর্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমুল্য মাইতি, বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ অনান্যরা। উক্ত দিনে প্রায় ২৩০ জন মানুষকে পাট্টা প্রদান করা হবে।(ছবি অভিষেক চক্রবর্তী) tu687t878

advt-vromonolife

bhuyan-package

gorumara

%d