অভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ ভোর রাতে দুই লরির মুখোমুখি সংঘর্ষে হয়ে মৃত্যু হল ২ জনের, আহত ২। সোমবার ভোরে শালবনী থানার গাইঘাটায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গিয়েছে একটি লরি পানবোঝাই ছিল এবং অপরটি চিপস বোঝাই ছিল। সংঘর্ষের পর এই চিপস বোঝাই লরিতে আগুন লেগে যায়, আগুন ছড়িয়ে পড়ে পানবোঝাই লড়ির সামনের অংশেও। দুই লরির চালকের দেহ গাড়ির থেকেই অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ভোরের দিকে চোখ লেগে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে। চালকদের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় দুই গাড়ির খালাসী। একজনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, অপর জনের প্রাথমিক চিকিৎসার পর ছুটি দিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় বেশ কিছুর জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। (ছবি অভিষেক চক্রবর্তী)