বিষ খেয়ে আত্মঘাতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

qwe231465156অভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ বিষ খেয়ে আত্মঘাতি হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নাম দীপ্তি দত্ত। বাড়ি বেলদা থানার বাখরাবাদে।শুক্রবার  রাতের দিকে বিষ খায় সে, গতকাল সকালে বেলদা গ্রামীন হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে ময়নাতদন্তের পরেই। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরে আত্মঘাতি হয়েছে ছাত্রিটি। তবে মানসিক  অবসাদের কি কারন তা নিয়ে ধন্দে পুলিশ।(ছবি অভিষেক চক্রবর্তী)

%d bloggers like this: