কলকাতার প্রান্তিক মানুষদের জন্য রাত্রিবাস

IMG-20190302-WA0012সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ  কলকাতা কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডে উদ্বোধন হলো ফুটপাতে বসবাস কারীদের জন্য রাত্রি বাসের বরো কমিটির চেয়ারম্যান তরুণ সাহার উদ্যোগে গতকাল ২ মার্চ, ২০১৯, শনিবার । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের উপ-নগরপাল অতীন ঘোষ, কাউন্সিলার গৌতম হালদার, কাউন্সিলার পার্থ মিত্র সহ ওই ওয়ার্ডের কাউন্সিলার তরুন সাহা প্রমুখরা।

প্রান্তিক মানুষদের জন্য এই ধরনের রাত্রিবাসে থাকছে থাকার যায়গা, বাথরুম সহ সকল রকম সুবিধা, এছাড়াও নিরপত্তার জন্য থাকছে ক্লোজ সার্কিট টিভির ব্যবস্থা।  ৪ নং ওয়ার্ড কাউন্সিলার গৌতম হালদার বলেন এই রকম একটা রতিবাসের ব্যবস্থা করে কলকাতার ফুটপাতে বসবাসকারী প্রান্তিক মানুষদের কিছুটা হলেও বিশেষ সুবিধা প্রদান করতে পড়লেন তাঁরা এবং তা সম্ভবপর হয়েছে রাজ্যের মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ইচ্ছায়। (ছবি সঞ্জয় মুখোপাধ্যায়)

gorumara

advt-vromonolife

bhuyan-package

jee-tunes-advt

bidyasagor-flex

 

%d bloggers like this: