আজ সংগীতের মুর্ছনায় ভাসবে অতীত ফ্রেড্রিকনগর

gan-mela.jpgনিজস্ব সংবাদদাতাঃ আজ ২ মার্চ অপরাহ্নে হুগলির অন্যতম উপনিবেশিক শহর অতীতের ফ্রেড্রিকনগর বর্তমানের শ্রীরামপুরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বারের জন্য শ্রীরামপুর গান মেলা কমিটির সদস্যদের নিবেদন ‘প্রথম বর্ষ শ্রীরামপুর গান মেলা’ স্থানীয় টাউন হল মঞ্চে। হুগলি জেলার সাংস্কৃতিক ইতিহাসে শ্রীরামপুর চিরকালই তাঁর ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে। আশা করা যায় এই গান মেলাও তার ব্যতিক্রম নয়। দুপুর ২ টো থেকে আরম্ভ হওয়া এই মেলা চলবে রাত্রি ১০টা পর্যন্ত। নানা রঙের, নানান স্বাদের সংগীতের দুনিয়ায় সকলকে পৌঁছে দিতে অঙ্গীকার বদ্ধ শ্রীরামপুর গান মেলা কমিটি।

%d bloggers like this: