প্রকৃতির আপন খেয়ালে ভোর বসন্তে তুষারপাতে ঢাকা পড়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যতম রাজ্য সিকিমের বেশ কিছু অঞ্চল, মূলতঃ পূর্ব সিকিমসে জুলুক, নাথাং সহ পশ্চিম সিকিমের হিলে, ভার্সে প্রভৃতি এলাকা। প্রবল কনকনে ঠান্ডা তার সঙ্গে তুষারপাত, এককথায় সিকিমের ওই সকল অঞ্চলে এখন প্রকৃতি ব্যস্ত নিজের খেয়ালে নিজেকে সাজাতে। অপরূপ রূপে প্রকৃতি নিজেকে সাজিয়ে নিয়েছে এখানে। স্থানীয বাসিন্দারাও এই খেয়ালে মেতে উঠেছে প্রকৃতির সঙ্গে। সেই রকম কিছু ছবি ধরা পড়লো। অপরদিকে পূর্ব সিকিমের ছাঙ্গু, বাবামন্দির এলাকায় এই তুষারপাতের ফলে আটকে পড়া প্রায় তিনশ পর্যটকদের উদ্ধার করে নিরাপদে গ্যাংটকে ফিরিয়ে দেন ভারতীয় সেনবাহিনী। পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ উঁচু পাহাড়ী এলাকায় ও সান্দাকফুতে তুষারপাত হয়।