বাসের তলায় পিষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের

IMG-WA0001.jpgঅভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরঃ  সাত সকালে মেদিনীপুর শহরে বাসের তলায় পিষ্ট হয়ে  মৃত্যু এক প্রৌঢ়ের। জানা গিয়েছে মৃত ব্যক্তি মোহনপুর থানার অন্তর্গত সাউথিয়া গ্রামের বাসিন্দা নিরঞ্জন দাস(৭০)। এদিন সকালে মেদিনীপুর শহরের ওল্ড এলআইসির চকে হঠাৎই বাসের তলায় পড়ে যায় নিরঞ্জনবাবু। সে সময় ঘটে বিপত্তি। দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মেদিনীপুর মেডিকেলে। (ছবি অভিষেক চক্রবর্তী)

gorumara

jee-tunes-advt

advt-vromonolife

bhuyan-package

kristy academy-001

%d bloggers like this: