সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ পুলওয়ামায় নিহত শহীদ বাবলু সাঁতরার বাড়ি গিয়ে শহীদ জওয়ানের স্ত্রীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী ডাঃ নির্মল মাঝি ও কলকাতা কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলার গৌতম হালদার, গত ২৬ ফেব্রুয়ারি, ২০১৯। উলেক্ষ্য উত্তর কলকাতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “আলোয় ফেরা”র পক্ষ থেকে এদিন এই অর্থমূল্য তুলে দেওয়া হয়। এদিন সংসদ নির্মল মাঝি জানান শহীদ বাবলু সাঁতরা’র বাড়ি তাদের কাছে তীর্থক্ষেত্রের সমান। তিনি আরও বলেন তাঁরা শুধুমাত্র এই সামান্য অর্থমূল্য শহীদ পরিবারের হাতে তুলে দিয়েই ক্ষান্ত হবেন না, তাঁরা সারা বছর এই শহীদ পরিবারের সঙ্গে থাকবেন তাদের সকল সুবিধা-অসুবিধায়। এর পিছনে কোনরকম রাজনৈতিক বা সামাজিকও কারণ নেই, এর পেছনে রয়েছে সম্পুর্ন ভাবে নৈতিক কারনে তাঁরা এই শহীদ পরিবারের পাশে থাকবেন বলে জানান এদিন নির্মল বাবু।
নির্মলবাবু বলেন তিনি সমাজসেবার প্রেরণা পেয়েছেন রাজ্যের মানবদরদী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। নির্মল বাবু আরও বলেন ‘আলোয় ফেরা’র সকল সভ্যবৃন্দ, তিনি ও কলকাতা কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের বলিষ্ঠ কাউন্সিলার গৌতম হালদার সকলে মিলে তাঁদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি দিতেই এই শহীদের বাড়িতে এসেছেন। তিনি আরও বলেন দেশের স্বাধীনতা, সার্বভৌম্য রক্ষায় এবং বিদেশী শত্রুর হাত থেকে যে সকল জওয়ান দেশের সীমান্তে বিনিদ্র রজনী যাপন করে দেশের জন্য প্রাণ বলিদান করছেন তাঁর তাঁদের কাছে ভগবান তুল্য। (ছবি সঞ্জয় মুখোপাধ্যায়)