ঝড়-বৃষ্টিতে ঝাড়গ্রাম-মেদিনীপুর রাজ্য সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

6789

অভিষেক চক্রবর্তী , পশ্চিম মেদিনীপুরঃ ভোররাতের ঝড়-বৃষ্টিতে নির্মীয়মান পুলের পাশে বাইপাস রাস্তা ভেঙে ঝাড়গ্রাম-মেদিনীপুর রাজ্য সড়কে সম্পূর্ণ ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর গুড়গুড়িপাল থানার অন্তর্গত চাতরকোলা গ্রাম এর কাছে রাস্তার উপরে তৈরি হচ্ছিল নতুন পুল। যাতায়াতের জন্য সেই পুলের পাশে অস্থায়ীভাবে বাইপাস রাস্তা তৈরি করা হয়েছিল। ভোররাতের প্রবল  বৃষ্টিতে সেই বাইপাস রাস্তাও ভেঙে যায়। তার ফলে বুধবার সকাল থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। (ছবি অভিষেক চক্রবর্তী)

bidyasagor-flex

advt-vromonolife

jee-tunes-advt

gorumara

%d bloggers like this: