অকাল দীপাবলিতে  নারায়নগড়ে দিলীপ ঘোষ

jkioঅভিষেক চক্রবর্তী , পশ্চিম মেদিনীপুরঃ  কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সাফল্য তুলে ধরতে, রাজ্য ব্যাপী বিজেপির ঘোষিত ‘কমল জ্যোতি’ কর্মসূচিতে  পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত হোসেনপুর বুথে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।কমল জ্যোতির মোমবাতি জ্বালিয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে  কার্যত পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার সাফল্যের আনন্দে  অকাল দীপাবলি পালন করলো বিজেপি।লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই সাফল্যকে কাজে লাগিয়ে একপ্রকার নির্বাচনী প্রচার শুরু করলো রাজ্য বিজেপি।(ছবি অভিষেক চক্রবর্তী)

gorumara

advt-vromonolife

bhuyan-package

jee-tunes-advt

bidyasagor-flex

%d bloggers like this: