সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ মহেশতলায় উদ্বোধন হলো ৩৫০ শয্যা বিশিষ্ট কস্তুরী দাস মেমোরিয়াল হাসপাতাল ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, অশোক দেব ও রত্না চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিধায়ক তথা মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাস। দুলাল বাবু বলেন এই হাসপাতাল তৈরি করার জন্য তাঁকে নানাভাবে পর্যদুস্ত হতে হয়েছিল। তিনি আরও বলেন আজ মহেশতলা বাসীদের জন্য আনন্দের দিন এবং আজ তিনি স্থানীয় বিধায়ক হিসাবে গর্বিত। তিনি বলেন আমরা স্বপ্ন শুধু দেখি না তাকে বাস্তবায়িতও করি। তিনি জানান আগামী তিনমাসের মধ্যে এই হাসপাতালে সম্পুর্ন পরিষেবা চালু হয়ে যাবে।
বর্তমানে ও.পি.ডি, সিটি স্ক্যান, এম.আর.আই ইত্যাদি পরিষেবা চালু থাকবে। দুলাল বাবু জানান কলকাতার নামকরা বেসরকারি হাসপাতালগুলিকে সেদিনই এই হাসপাতাল পিছনে ফেলে এগিয়ে যাবে যেদিন তাঁর এই কস্তুরী দাস মেমোরিয়াল হাসপাতালে উন্নত ও সব রকম পরিষেবা সঠিক ভাবে সকল রোগীদের দিতে পারবেন। কস্তুরী দাস মেমোরিয়াল হাসপাতলের পরিচালনায় থাকছে দিশারী হেল্থ পয়েন্ট। দিশারী হেল্থ পয়েন্ট এর পক্ষে ডাঃ এস. এন. শর্মা জানান দিশারী হেল্থ পয়েন্টকে বিশেষ সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষদের সেবা প্রদান করার। (ছবি- সঞ্জয় মুখোপাধ্যায়)