গ্রীষ্মকালীন ভ্রমণ মেলায় মেতে উঠেছে তিলোত্তমা

20190222_110253নিজস্ব সংবাদদাতাঃ কলকাতবাসী তথা পশ্চিমবঙ্গের আপামর ভ্রমণ পিপাসুদের গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাবার হাল-হকিকত জানাতে এক ছাদের তলায় একসঙ্গে হাজির শতাধিক বেসরকারী ভ্রমণ সংস্থা, সঙ্গে হাজির সরকারী ভ্রমণ হিমাচল পর্যটন। পর্যটন প্রেমী সকল মানুষজনের পর্যটনের নেশাকে চাগিয়ে দিতে ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং সর্ববৃহত্‍ ভ্রমণ মেলার আয়োজক সংস্থা ফেয়ারফেস্ট মিডিয়া, যাদের পথ চলা আজ থেকে ৩১ বছর আগে ভারতের সাংস্কৃতিক রাজধানী আমাদের প্রিয় কলকাতা থেকেই,  সেই ফেয়ারফেস্ট মিডিয়া এই বছর থেকে কলকাতার বুকে সূত্রপাত ঘটালো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের গ্রীষ্মকালীন আসর। ২২ ফেব্রুয়ারী, ২০১৯ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের ইতিহাসে স্মরণীয় হয়ে রইল তিন দিনের গ্রীষ্ম-কালীন ভ্রমণ মেলার শুভ সূচনার মধ্য দিয়ে।

মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এদিন এই মেলার শুভ সূচনায় উপস্থিত ছিলেন ফেয়ারফেস্ট মিডিয়ার প্রধান কর্ণধার সঞ্জীব আগরওয়াল, উপস্থিত ছিলেন নিউ দিল্লির ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড এর ডিরেক্টর, কনসাল জেনারেল, রয়াল থাই কনসালেট জেনারেল স্বেয়া সানটিপিটাকস এবং অ্যাশোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটরস অফ ইন্ডিয়া এর পশ্চিমবঙ্গ শাখার  সভাপতি দেবজিত দত্ত।  মূলত গরমের সময়ে মানুষের বেড়াতে যাবার যে উত্‍সাহ ও উদ্দীপনা থাকে তাকেই উস্কে দিতে এই সময়ে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলের মধ্যে মেলবন্ধন ঘটাতে এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে বিভিন্ন পর্যটন স্থলগুলির বিপননের জন্যই এই গ্রীষ্ম কালীন ভ্রমণ মেলার আয়োজন বলে জানালেন ফেয়ারফেস্ট মিডিয়ার কর্ণধার সঞ্জীব আগরওয়াল। তিনি এদিন আরও আশা প্রকাশ করেন আগামীতে এই গ্রীষ্ম-কালীন ভ্রমণ মেলা আকারে ও কলেবরে আরও বৃদ্ধি পাবে এবং সকল ভ্রমণ পিপাসুদের গরমের ছুটিতে তাদের সঠিক গন্তব্য নির্বাচন করতে সাহায্য করবে। মেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারী, ২০১৯ পর্যন্ত। (ছবি- স্বরূপম ও দিপান্বীতা)

advt-vromonolife

gorumara

banner-advt-amitabha

bhuyan-package

jee-tunes-advt

bidyasagor-flex

%d bloggers like this: