নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে এক মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিলো হুগলি জেলার শ্রীরামপুরের স্বেচ্ছাসেবি সংগঠন শ্রীরামপুর পথের দিশারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায়। এদিন পথের দিশারীর সভ্যরা ও উপস্থিত সকলে সদ্য কাশ্মীরে শহীদ হওয়া ভারতীয় সেনাদের এবং মাতৃভাষা আন্দোলনের শহীদদের প্রতি মোমবাতি জ্বালিয়ে ও পুষ্প প্রদান করে সন্মান ও শ্রদ্ধা জানান। নাচ, গান, কবিতা আবৃত্তি, স্ব-রচিত কবিতা পাঠ, বাংলা ভাষা সম্পর্কে আলোচনা সব নিয়ে জমজমাট এক মনোরম সন্ধ্যা উপহার দিল এদিন শ্রীরামপুর পথের দিশারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর মহিলা থানার অফিসার-ইন-চার্জ বর্ণালী গাঙ্গুলী, স্থানীয় পুরমাতা সুপ্রীতি মুখার্জী। মাতৃভাষা নিয়ে আলোচনায় অংশ নেন শিবাশীষ গোস্বামী, সুদীপ্ত বিশ্বাস, সোমলগ্না গোস্বামী ও লেখিকা তথা সাইবার বিশেষজ্ঞ ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়।
নৃত্য পরিবেশন করেন তাথৈ নৃত্য নিকেতন, সৃজন। স্ব-রচিত কবিতা পাঠে ছিলেন কবি মিনা রায়, আবৃত্তি পরিবেশন ও কবিতা পাঠে ছিলেন অর্ণব ব্যানার্জী ও স্বপ্না ব্যানার্জী বসাক। উপস্থিত ছিলেন রোদ্ধা স্বেচ্ছাসেবি সংগঠনের পক্ষে পার্থ ব্যানার্জী ও শরিফুদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তী মাতৃভাষার গুরুত্ব আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত সকলের মন জয় করে নেয় তারুণ্যেভরা গানের দল জী টিউনস। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লোকগান শিল্পী ও পরিবেশবিদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন শ্রীরামপুর পথের দিশারীর কর্ণধার ইন্দ্রনীল ভৌমিক।(ছবি নিজস্ব)