নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় বসতে চলেছে গ্রীষ্মকালীন ভ্রমণ মেলার আসর টিটিএফের (ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার) সামার এডিশন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আগামী ২২ ফেব্রুয়ারি, ২০১৯ শুক্রবার থেকে। মেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার আয়োজক সংস্থা ফেয়ারফেস্ট মিডিয়া। উল্লেক্ষ্য এই বছর থেকে কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ফেয়ারফেষ্ট মিডিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার এর সঙ্গে সঙ্গে চালু করছে গ্রীষ্মকালীন টিটিএফ (ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার) এর আসর। কলকাতাতেই প্রথম শুরু হওয়া টিটিএফ (ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার) আজ সারা ভারত তথা এশিয়ার সর্ববৃহত্ ভ্রমণমেলা হিসাবে স্থান করে নিয়েছে। আর তার এই গ্রীষ্মকালীন আসরও শুরু হচ্ছে এই কলকাতা থেকেই। আগামী ১২ জুলাই থেকে ১৪ জুলাই, ২০১৯ কলকাতার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে বসতে চলেছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের মূল আসর টিটিএফ কলকাতা।