আমরা সামাজিকতাতেও আছি

Rishra-002নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, শনিবার, হুগলী জেলার রিষড়া থানা আয়োজন করতে চলেছে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। শিবিরে বিনামূল্যে ই.সি.জি. ব্লাড সুগার পরীক্ষা, ইউরিক অ্যাসিড পরীক্ষা সহ নাক-কান-গলা, চক্ষু রোগ, স্ত্রী রোগ, জেনারেল ফিজিশিয়ান ও ডায়টেশিয়ান বিভাগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন বলে সংবাদে প্রকাশ। উপস্থিত থাকছেন ডাঃ হর্ষবর্ধন ব্যানার্জী, ডাঃ রাজকুমার চতুর্বেদী, ডাঃ অনির্বাণ আশ, ডাঃ স্নেহাংশু ব্যানার্জী, ডাঃ মৌসুমী গুপ্তা সহ পৌলমী চক্রবর্তী। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই ধরনের সামাজিক কার্য প্রশংসার দাবি রাখে।

advt-vromonolife

%d