আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

pd100.jpgনিজস্ব সংবাদদাতাঃ আগামী ২১ ফেব্রুয়ারী, ২০১৯, বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলী জেলার শ্রীরামপুরের অলাভজনক বেসরকারি সংস্থা শ্রীরামপুর পথের দিশারী ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে চলেছে শ্রীরামপুর চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব (সি. এ. সি ক্লাব), ময়দানে বিকাল ৫ ঘটিকায়। এদিনের সান্ধ্য অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য সহ থাকছে মাতৃভাষার ওপর একটি মনোগ্রাহী আলোচনা। আলোচনা উপস্থিত থাকছেন নানান ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বরা।    ….advt-vromonolife

gorumara

bhuyan-package

%d bloggers like this: