ভ্রমণ কাহিনী লিখতে চান? যোগ দিন কর্মশালায়

100_2589স্বরূপম চক্রবর্তী: ট্রাভেল রাইটার্স ফোরাম আয়োজন করেছে সারাদিন ব্যাপী এক অভিনব ভ্রমণ লিখনশৈলী কর্মশালা আগামী ২৪ ফেব্রুয়ারী, ২০১৯ ভবানীপুরের আশুতোষ মুখার্জী মেমোরিয়াল ইনষ্টিটিউট এ। ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণের নেশাকে জীবন্ত করে রাখতে ট্রাভেল রাইটার্স ফোরামের সকল সদস্য চান ভ্রমণ পিপাসু মানুষজন নিজের ভাষায় সহজ সরল ভাবে কালির আকড়ে তুলে ধরুক আপামর ভ্রমণ পাঠকদের সামনে। ভ্রমণের স্বপ্নের সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত লেখকের প্রতিভাকে জাগ্রত করতে এদিন উপস্থিত থাকছেন গৌর চক্রবর্তী, রজত চক্রবর্তী ও দেবজ্যোতি ভট্টাচার্য্য বলে আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়।

bidyasagor-flex

advt vromonolife

banner-advt-amitabha

%d bloggers like this: