সাম্প্রদায়িকতার অনন্য নিদর্শন কলকাতায়

IMG-20190214-WA0037সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ চারিদিকের অশান্ত বাতাবরণে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এক অসাধারণ নিদর্শন রাখল উত্তর কলকাতা পাইকপাড়ার সামাজিক সংস্থা “আলোয় ফেরা” পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হিন্দু, মুসলমান, খৃষ্ট্রান ও সাঁওতাল সম্প্রদায়ের এই ১৬৪ জন যুবক ও যুবতীর মধ্যে ভালোবাসার দিন বলে খ্যাত ১৪ ফেব্রুয়ারী ৩২৮ হাত এক করলেন আলোয় ফেরার সদস্যরা। শুধু তাই নয় তারা এই ১৬৪ জোড়া যুবক-যুবতীকে গৃহস্থালীর নানান জিনিস, সাইকেল, আসবাবপত্র, গয়না, খাট-বিছানা ইত্যাদি দিয়ে আশীর্বাদ করেছেন বলে জানালেন আলোয় ফেরার পক্ষে এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা কলকাতা করপোরেশনের স্থানীয় কাউন্সিলার এলাকার বিশিষ্ট মানব দরদী মানুষ মহাদেব হালদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা করপোরেশনের মেয়র পারিষদ উদ্যান দেবাশীষ কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।(ছবি-সঞ্জয় মুখোপাধ্যায়)

bidyasagor-flex      

advt vromonolife

gorumara

jee-tunes-advt

%d