শহীদ স্মরণে ‘আ-মরি বাংলা ভাষা’

omor-21seনিজস্ব সংবাদদাতাঃ আগামী ২১ ফেব্রুয়ারি, ২০১৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে হুগলি জেলার শ্রীরামপুরে “আ-মরি বাংলা ভাষা” আয়োজন করেছে এক “শহীদ স্মরণ” অনুষ্ঠান। ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় শ্রীরামপুরের গঙ্গা তীরের ভাষা উদ্যানে আয়োজন করা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ও বিপুল-অনুশ্রী চক্রবর্তী। ভাষা আন্দোলনের রূপরেখা ও বর্তমান কালে প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করতে এদিন উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্ব রতন বসু মজুমদার। শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান অমিয় মুখোপাধ্যায় ও পৌরসদস্য সন্তোষ কুমার সিং ও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আয়োজক সংস্থার পক্ষে জানান হয়। থাকছে স্ব-রচিত কবিতা পাঠ ও সংগীতের অনুষ্ঠান।

bidyasagor-flex

advt-vromonolife

gorumara

bhuyan-package

jee-tunes-advt

%d bloggers like this: