নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ হুগলি জেলার শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীরামপুর মৌসুমী’র আয়োজনে বার্ষিক কবিতা উত্সব ২০১৯ এর সংস্করণ। বাসন্তিক বিকালের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে সাদর আহ্বান জানাচ্ছেন কবিতা উত্সবের পক্ষে কবি মৃদুল দাশগুপ্ত এবং ডাঃ সুশোভন অধিকার। উত্সবে বাংলার সাম্প্রতিক কালের বিশিষ্ট কবিদের সঙ্গে থাকবেন স্থানীয় অনুজ ও অগ্রজ কবিরা।