‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতা

IMG-20190203-WA0006সঞ্জয় মুখার্জী, কলকাতাঃ গত রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, দক্ষিণ কলকাতার গড়িয়া মিতালী সংঘ আয়োজন করেছিলো তাদের বাত্‍সরিক ক্রীড়া প্রতিযোগিতার। এই উপলক্ষে এদিন সকালে ৩.৫ কিমি পথ দৌড় এবং সংঘের মাঠে অনুষ্ঠিত হয় দৌড় সহ নানা ক্রীড়া প্রতিযোগিতার। এই বছরে গড়িয়া মিতালী সংঘের ক্রীড়া প্রতিযোগিতার থিম ছিল ‘সেভ ড্রাইভ-সেভ লাইফ’। সারা রাজ্যে পথ দুর্ঘটনা বন্ধ করতে এবং সকলকে এই বিষয়ে সচেতন করে তুলতেই তাঁরা এই বছর তাদের ক্রীড়া প্রতিযোগিতার থিম এটাই বেছেছেন বলে জানান মিতালী সংঘের অন্যতম প্রাণপুরুষ তথা কলকাতা পুলিশের আধিকারিক মহাদেব চক্রবর্তী। তিনি আরও জানান, যে মাঠটিতে তাঁরা এই খেলার আসর বসিয়েছেন, এটি সমধিক পরিচিত গড়িয়া মিতালী সংঘের মাঠ হিসাবে। এবং তাঁরা তাদের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই একটুকরো সবুজ রক্ষা করছেন এবং তিনি আরও বলেন হয়তবা আগামীতে এই মাঠ থেকেই আগামীর কোনও উজ্জ্বল নক্ষত্র উঠে আসবে। (ক্যামেরা-সঞ্জয় মুখার্জী)

 

 

competation

%d bloggers like this: