নিজস্ব সংবাদদাতাঃ বিখ্যাত হিন্দী কবি ও লেখক গুলজার কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে রবীন্দ্র ভারতী আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও দর্শন নিয়ে হিন্দী লাইট অ্যান্ড সাউন্ড শো এর অনুষ্ঠানিক উদ্বোধন করলেন বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯। উল্লেক্ষ্য রবীন্দ্র ভারতীর উদ্যোগে কবিগুরুর জীবনী ও দর্শন সম্বলিত বগল আলো-ছায়ার অনুষ্ঠানে মোহিত হয়ে গুলজার সাহেব নিজেই উত্সাহী হয়ে এই অনুষ্ঠানের হিন্দী ভাষায় রূপান্তরের বাসনা জানান বলে এদিন জানান রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। তিনি আরও জানান মাত্র দুই সপ্তাহের মধ্যে গুলজার সাহেব এই অনুবাদ করে নিজের কবি প্রতিভার উজ্জল সাক্ষর রাখেন। শ্রী রায় চৌধুরী জানান আগামী সপ্তাহ থেকে হিন্দী ভাষায় এই আলো-ছায়ার প্রদর্শনী চালু হয়ে যাবে সাধারণ দর্শকদের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে গুলজার বলেন কবিগুরুর গান, কবিতা সহ তাঁর লেখনী তিনি চিরকাল অন্তরের সঙ্গে নিজের মননে বপন করে রেখেছেন। তাঁর সবথেকে প্রিয় গান হল কবিগুরুর লেখা “যদি তর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে…”। (ছবি-সন্তু পাল)