নিজস্ব সংবাদদাতাঃ আজ ২ ফেব্রুয়ারি, ২০১৯ থেকে হুগলী জেলার ফরাসী উপনিবেশ হিসাবে খ্যাত অতীতের ফরাসডাঙ্গা বর্তমানের চন্দননগরে শুরু হতে চলেছে প্রথম চন্দননগর বিধানসভা উত্সব। উদ্বোধন করবেন রাজ্যের পর্যটন ও তথ্য দপ্তরের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেন। উত্সবের আসর বসছে চন্দননগর স্ট্র্যান্ড সন্নিহিত মেরির মাঠে। স্থানীয় ২৭ জন কৃতীদের ‘চন্দননগর গৌরব সন্মান’ ও তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উত্সবের প্রতি সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।