শিশুরই আমাদের আগামী প্রজন্ম, আর এই প্রজন্মকে সঠিকভাবে সঠিক দিশা দেখাতে ও সমাজ সম্পর্কে সচেতন করে তুলতে মিতালী সংঘ এই বছর অঙ্কণ প্রতিযোগিতায় বিষয় নির্বাচন করেছিল ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’। তাদের সপ্তম বর্ষ অঙ্কণ প্রতিযোগিতার মূল বিশেষত্ব ছিলো প্রতিযোগিতার বিষয় নির্বাচনে। অপর বিভাগগুলির বিষয় গুলিতেও ছিলো অভিনবত্বের ছোঁয়া। রবীন্দ্র নৃত্য-নাট্য ও রবীন্দ্র সঙ্গীত এই ছিলো অন্য তিনটি বিভাগের অঙ্কনের বিষয়। মিতালী সংঘের অন্যতম কর্ণধার তথা কলকাতা পুলিশ আধিকারিক মহাদেব চক্রবর্তী জানান, শিশুদের কল্পনাপ্রবন মনে বাস্তবিক চিন্তা-ধারার বিকাশ ঘটাতে, তাদের প্রতিভার বিকাশে ও তাদেরকে আগামীর পথে চলতে সচেতন করে তুলতেই তাঁরা এই ধরনের বিষয়গুলি নির্বাচন করেছেন। তিনি বলেন এই সকল শিশুরাই আগামীতে সমাজ জীবনে যথাযোগ্য সচেতন হয়ে আপামর জনগণকে সচেতনতার পাঠ দিতে সক্ষম হবে। তিনি আরও বলেন অঙ্কণ কথাটির অর্থ দৃষ্টিশক্তি ও বুদ্ধির পরিচয়, তাই মিতালী সংঘ তাদের এই প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগের অঙ্কনের বিষয় নির্বাচন করেছেন রবীন্দ্র নৃত্য-নাট্য ও রবীন্দ্র সঙ্গীত। মহাদেব বাবু বলেন গত বছর তাদের অঙ্কণ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলো, আর বর্তমান বছরে এই অঙ্কণ প্রতিযোগিতায় ৭৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছে, এবং এদের মধ্যে থেকে কৃতিদের সর্বভারতীয় অঙ্কণ প্রতিযোগিতায় পাঠানোর ব্যবস্থাও তাঁরা করবেন। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা ছিলেন বাচিক শিল্পী তথা অভিনেতা সতিনাথ মুখোপাধ্যায়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উপস্থিত সকল প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবক-অভিভাবিকারাও যথেষ্টই উত্সাহী ছিলেন।