শেষ হলো ঘাটাল উত্‍সব ও শিশুমেলা

dsc_0030নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে গত ১৬ জানুয়ারী ২০১৯ থেকে শুরু হওয়া ত্রিংশতম বর্ষ ঘাটাল উত্‍সব ও শিশুমেলা ২০১৯ শেষ হলো ২৫ জানুয়ারী। ১০ দিনের এই মেলাকে কেন্দ্র করে এলাকার সকল মানুষের উদ্দীপনা ছিল লক্ষণীয়। প্রতিদিনও মেলার ডাঃ জিতেন্দ্রনাথ রায় মঞ্চে ছড়ার গান, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, লোকগীতি সহ কলকাতার বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রেখেছিল উত্‍সব ময়দান। গত ১৬ জানুয়ারী সকাল ১০ টায় মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রম এর মহারাজ শ্রীমত্‍ স্বামী লক্ষ্মীকান্তানন্দজী মহারাজ শুভ উদ্বোধন করেন এইবছরের ঘাটাল উত্‍সব ও শিশুমেলার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডাঃ সুকুমার হাঁসদা ও ঘাটাল উত্‍সব ও শিশুমেলার সভাপতি পিনাকীরঞ্জন প্রধান।

তবে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান থেকে কয়েক মাইল দূরে অনুষ্ঠিত হওয়া এই উত্‍সব প্রাঙ্গণে দেখা মিলল না ওই মহান মানুষটির কোন ছবি বা তাঁর কোনও  প্রতিকৃতি, যখন তাঁর জন্মের ২০০ বছর আমাদের দরজায় কড়া নাড়ছে।বহু টাকা ব্যয় করে নামী-অনামী শিল্পীদের নিয়ে আয়োজিত এই উত্‍সব ও মেলায় কী ওনার মত মহাপুরুষকে কী একটু স্থান দেওয়া যেত না? (নিজস্ব চিত্র)

 

 

   advt vromonolife

banner-advt-amitabha

bhuyan-package

gorumara

achiever-advt

sambad

jee-tunes-advt

%d