বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মন্তেশ্বরে

img-20190126-wa0018রাহুল, পূর্ব বর্ধমান: পূর্ব-বর্ধমানের মন্তেশ্বর ব্লকের  কাটসিহ গ্রামে ডঃ সৌমিত মাঝি তার দাদু স্বগীয় শ্রী সাতকড়ি মাঝির স্মৃতির উদ্দেশ্যে বিনামূল্যে  স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এবার ২ য় বৎসরে পদার্পন করলো।  উপস্থিত ছিলেন  ডঃ সাগর দত্ত, ড়াঃ সৌমিত মাঝি সহ প্রমুখ। দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা  ও  ওষুধ দেওয়া হয়। গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।img-20190126-wa0017

advt-vromonolife

banner-advt-amitabha

jee-tunes-advt

gorumara

achiever advtsample

 

%d bloggers like this: