তেহাট্টায় স্বামীজির ১৫৭তম জন্মতিথি পালন

img-20190127-wa0003রাহুল, পূর্ব বর্ধমান: স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে স্বামীজির ১৫৭তম জন্মতিথি উদযাপন  অনুষ্ঠিত হলো। বেলুন ওড়ানো, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করেন তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ও পূর্ব বর্ধমান জেলার পরিকল্পনা ও উন্নয়ন পরিষদের সদস্য প্রনব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপ্টি,  আনুখাল গ্রাম পঞ্চায়েতের প্রধান জলেশ্বর হেমব্রম,  তেহাট্টা  সদানন্দ মহাবিদ্যালয়ের ডঃ প্রিতম দাস সহ বিশিষ্টরা।

gorumara

 

banner-advt-amitabha

 

bhuyan-package

 

jee-tunes-advt

 

achiever-advt

%d bloggers like this: