চতুর্থ বর্ষে স্বাস্থ্য মেলা

dsc_0054eeনিজস্ব সংবাদদাতাঃ  হুগলি জেলার কোন্নগরের কানাইপুর, বড়বহেরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত ২৫ জানুয়ারী, ২০১৯ উদ্বোধন হওয়া চতুর্থ বর্ষ স্বাস্থ্য মেলার সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল ২৭ জানুয়ারী, ২০১৯। আয়োজক সংগঠনের পক্ষে তিন দিনের এই মেলায় ছিল সম্পুর্ন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণের ব্যবস্থা সহ আলোচনা সভা, বেবী শো, ম্যারাথন দৌড় ও অঙ্কণ প্রতিযোগিতা। এছাড়াও প্রতিদিনও সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।advt-vromonolife মেলায় রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতলের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বর্তমানে আমাদের শরীরের নানা রোগের কারণ যথেষ্ট পরিমাণে সচেতনতার অভাব এবং ঠিক এই কারণেই সচেতনতা বৃদ্ধিতেই এই মেলার আয়োজন বলে জানান স্বাস্থ্য মেলার আয়োজক সংস্থা। মেলার শেষ সন্ধ্যায় মেলা কমিটির হাতে বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকীর প্রাক্কালে বিদ্যাসাগর সম্মান তুলে দেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরী অমিতাভ বন্দ্যোপাধ্যায়।(নিজস্ব চিত্র)

sambad

achiever-advt

kristy academy-001

banner-advt-amitabha

gorumara

jee-tunes-advt

jaldapara

bhuyan-package

%d bloggers like this: