আয়কর আপীল ট্রাইবুনাল , কলকাতার ৭৮ তম প্রতিষ্ঠা দিবস

dsc0049নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা অফিসে গত ২৫ জানুয়ারী, ২০১৯ আয়কর আপিল ট্রাইব্যুনালের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের স্বাগত জানান আয়কর আপিল ট্রাইব্যুনালের কলকাতা জোনের সহ-সভাপতি শ্রী পিএম জগতাপ। তিনি কলকাতার আইটিএটি কার্যালয়ে ই-কোর্টের কর্মীদের বিষয়েও সকলকে অবহিত করেন এবং বলেন কলকাতা ই-কোর্টের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কলকাতা বেঞ্চের গুয়াহাটি, পটনা এবং রাঁচী বেঞ্চের মামলার শুনানি শুরু করার জন্য তৈরি রয়েছে। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীমতি সীমা খোরানা, উপস্থিত ছিলেন কলকাতা আয়কর বার অ্যাশোশিয়েসন এর সভাপতি এস. কে. তুলসীয়ান, আয়কর আপীল ট্রাইবুনাল অ্যাকাউন্টেড মেম্বার জে. সুধাকর রেড্ডি।(নিজস্ব চিত্র)

 

ADVT. advt vromonolife

banner-advt-amitabha

jee-tunes-advt

achiever-advt

bhuyan-package

gorumara

%d