কলকাতায় হতে চলেছে সাহিত্যের অভিনব আসর

l1নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় কলকাতায় বসতে চলেছে সাহিত্যের এক অসাধারণ অনুষ্ঠানিক আসর। আসরের আয়োজক লিটেরোমা নামক প্রকাশনা সংস্থা। আসরে থাকছে বিনামূল্যে পুস্তক প্রকাশ এবং কবিতা ও গল্প পাঠের সুযোগ। নবীন ও প্রবীণ সকল লেখক ও কবিদের কাছে নিজেদের বই প্রকাশ করার জন্য এক অভিনব উদ্যোগ এই আসর। এ ছাড়াও ওই সন্ধ্যায় থাকছে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় এবং সঙ্গে থাকছে শংসাপত্র প্রদান, জলযোগের ব্যবস্থা এবং একের সঙ্গে অপরের অপরূপ মেলবন্ধনের সুযোগ। সাহিত্যের এই অনন্যসুন্দর অনুষ্ঠানের প্রথম সহযোগী হিসাবে থাকতে পেরে সংবাদ প্রতিখন গর্বিত। অনুষ্ঠানে অংশগ্রহন করতে  ইচ্ছুকদের আয়োজক সংস্থার সঙ্গে  আগামী ২০ জানুয়ারীর মধ্যে তাদের ই-মেল’ এ (literoma.publishingservices@gmail.com) যোগাযোগ করতে আবেদন জানাচ্ছে আসরের আয়োজক লিটেরোমা প্রকাশনা সংস্থা।

sambad

advt:

achiever-advt

gorumara

bhuyan-package

advt vromonolife

%d bloggers like this: