রাজ্যের তিনটি ডাকঘরে পার্সপোর্ট সেবা কেন্দ্র

2360নিজস্ব সংবাদদাতাঃ  পার্সপোর্ট পরিষেবাকে তরান্বিত করতে পশ্চিমবঙ্গের আরও তিনটি ডাকঘরে চালু হতে চলেছে পার্সপোর্ট সেবা কেন্দ্র। এই তিনটি ডাকঘর হলো হুগলির শ্রীরামপুর প্রধান ডাকঘর, আরামবাগ প্রধান ডাকঘর ও কলকাতার রিজেন্ট পার্ক উপ-ডাকঘর।  উল্লেখ্য হুগলির এই দুটি প্রধান ডাকঘরে      আগামী ১৮ তারিখ বেলা ১০টা থেকে পাঁচজন আবেদনকারীর সঙ্গে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করা হবে। পরবর্তী কাজের দিন অর্থাৎ ২১ তারিখ থেকে রোজ ৪০ জন আবেদনকারীর সঙ্গে সাক্ষাৎ করা হবে। আগামী ১৭ তারিখ পাসপোর্ট কার্যালয়ের ওয়েবসাইটে বেলা ৩.৩০ মিনিট থেকে সাক্ষাৎকারীদের নাম প্রকাশ করা হবে। অপরদিকে কলকাতার রিজেন্ট পার্ক উপ-ডাকঘরে আগামী ২১ তারিখ পাঁচজন আবেদনকারীর সঙ্গে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করা হবে। পরের দিন অর্থাৎ ২২ তারিখ থেকে প্রত্যেক কাজের দিন ৪০ জন্য আবেদনকারীর সঙ্গে সাক্ষাৎ করা হবে। আগামী ১৮ তারিখ পাসপোর্ট কার্যালয়ের ওয়েবসাইটে বেলা ৩.৩০ মিনিট থেকে সাক্ষাৎকারীদের নাম প্রকাশ করা হবে। সংবাদে জানানো হয়েছে আবেদনকারীরা পাসপোর্ট মাশুল শুধুমাত্র অনলাইনে জমা করবেন। অনলাইনে আবেদনের ভিত্তিতে যারা সাক্ষাতের সময় পাবেন, কেবল তাঁদের সঙ্গেই দেখা করা হবে। অন্য কোনভাবে সাক্ষাতের জন্য সুযোগ দেওয়া হবে না। (নিজস্ব চিত্র)

%d bloggers like this: