মিনাবাজারে কনীনিকা ও লোপামুদ্রা

সম্প্রতি কলকাতার এক অভিজাত হোটেলে অজয়ন করা হয়েছিল সারাদিনের এক ফ্যাশন ও লাইফ ষ্টাইল প্রদর্শনী। মিনাবাজার ক্লাসিকের আয়োজনে এবং মূলত সারা দেশে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সচেতনতার উদ্দেশ্যে মিস কলকাতা এবং মিস ইন্ডিয়া ফার্স্ট রানারআপ ও এই প্রদর্শনীর আয়োজক লোপামুদ্রা মন্ডল জানান এই ধরনের কাজের সঙ্গে তিনি চিরকাল যুক্ত থাকতে আন্তরিক আগ্রহী। এদিন সমাজের পিছিয়ে পড়া ১০ জন মহিলার হাতে তাদের ব্যবহারের জন্য সারা বছরের স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। ফ্যাশনের দুনিয়ার নানা দ্রব্য, ও খাবার নিয়ে আয়োজিত প্রদর্শনীতে সারা ভারতের নানা প্রান্ত থেকে হাজির ছিলেন এই সকল দ্রব্যের সরবরাহকারীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জী সহ বিশিষ্টরা।

%d bloggers like this: