উকলিতে প্রতিযোগিতা

20190106নিজস্ব সংবাদদাতাঃ  হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম উকলি, কড়িচা। সিঙ্গুর থানার অন্তর্গত এই গ্রামের সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি মঞ্চ সম্প্রতি আয়োজন করেছিল একদিনের সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার স্থানীয় হরিশনগর উচ্চ বিদ্যালয়, হরিশনগর বালিকা বিদ্যালয় ও হরিশনগর প্রাথমিক বিদ্যালয়ে। অঙ্কন, নৃত্য, সঙ্গীত ও আবৃতি সংস্কৃতির এই চারটি বিষয়ে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। উল্লেখ্য সারা বাংলা এই সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংশ্লিষ্ট বিষয়গুলির কৃতী ব্যক্তিত্বদের হাজির করিয়ে এক দৃস্টান্ত স্থাপন করেন।

(নিজস্ব চিত্র)

achiever-advt

gorumara

bhuyan-package

advt-vromonolife

jaldapara

%d bloggers like this: