সম্মান জানানো হল লোপামুদ্রা মণ্ডলকে

কলকাতার মেয়ে লোপামুদ্রা মণ্ডলকে সম্প্রতি সম্বর্ধনা প্রদান করা হল কলকাতা প্রেস ক্লাবে। উল্লেখ্য গোয়ায় অনুষ্ঠিত মিসেস ইন্ডিয়া আইএবি ২০১৮’র প্রথম রানার আপ ২০০০ সালের মিস কলকাতা খেতাব জয়ী এই লোপামুদ্রা মণ্ডল। লোপামুদ্রা এ বছর মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতা আয়োজক সংস্থার গ্লোবাল ব্রান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি মূলত সারা বিশ্বে নারীদের প্রতি অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে ক্রমাগত প্রচার করে যাবেন এবং সেই সকল মহিলারা যারা আজ এই সকল হিংসার শিকার তাদের ন্যায় বিচার পাওয়ানোর লক্ষ্যে সদা রত থাকবেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান জাকি, সাতনাম আলুওয়ালিয়া ও ইন্দ্রনীল মুখার্জী।

%d bloggers like this: