কলকাতা লিটারারী ফেস্টিভ্যালের নতুন লোগো

KJLFনিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি কলকাতা অক্সফোর্ড বুক স্টোরের সভাকক্ষে আগামী ১৮ থেকে ২০ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা কলকাতা লিটারারী ফেস্টিভ্যালের ১০ম সংস্করনের আনুমানিক ৬০জন বক্তার মধ্যে ৪৫ জন বক্তার নাম ঘোষণা করা হয়। এছাড়াও কলকাতার বিভিন্ন প্রাচীন ঐতিহ্যমণ্ডিত স্থানগুলির নামও এদিন ঘোষণা করা হয়, উল্লেখ্য এই সকল স্থানগুলিকে কেন্দ্র করে বসতে চলেছে ১০ম বার্ষিক কলকাতা লিটারারী ফেস্টিভ্যাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের ডিরেক্টর আঞ্জুম কট্যাল এবং ময়না ভগত। এদিন ফেস্টিভ্যালের নতুন লোগো উন্মোচিত করা হয় এই অনুষ্ঠানে।(নিজস্ব চিত্র)

 

Advt-Barnaporichoy.jpg

%d bloggers like this: