ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের সাক্ষী হয়ে রইল পূর্ব সিকিমের জুলুক। গতকাল দুপুরে এই তুষারপাতে ঢেকে যায় জুলুক ও তার আশেপাশের এলাকা। স্থানীয় হোম স্টের মালিকরা স্বভাবতই আশাবাদী এই বছর ডিসেম্বরের শুরুতেই এই তুষারপাত পর্যটকদের আরও বেশি করে আকর্ষিত করবে।
ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের সাক্ষী হয়ে রইল পূর্ব সিকিমের জুলুক। গতকাল দুপুরে এই তুষারপাতে ঢেকে যায় জুলুক ও তার আশেপাশের এলাকা। স্থানীয় হোম স্টের মালিকরা স্বভাবতই আশাবাদী এই বছর ডিসেম্বরের শুরুতেই এই তুষারপাত পর্যটকদের আরও বেশি করে আকর্ষিত করবে।