মরশুমের প্রথম তুষারপাত

ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের সাক্ষী হয়ে রইল পূর্ব সিকিমের জুলুক। গতকাল দুপুরে এই তুষারপাতে ঢেকে যায় জুলুক ও তার আশেপাশের এলাকা। স্থানীয় হোম স্টের মালিকরা স্বভাবতই আশাবাদী এই বছর ডিসেম্বরের শুরুতেই এই তুষারপাত পর্যটকদের আরও বেশি করে আকর্ষিত করবে।

%d bloggers like this: