নিজস্ব সংবাদদাতাঃ শ্রী বালানন্দ ধর্মসংঘ কলকাতা শাখার উদ্যোগে এবং এই সকাহার মূল কেন্দ্র রিষড়া প্রেম মন্দির এর আয়োজনে কলকাতা মোহিত মৈত্র মঞ্চে সম্প্রতি আয়োজন করা হয়েছিল এক সান্ধ্য ভক্ত সম্মেলনের। সম্মেলনে গুরু মহারাজ বালানন্দের ওপর বিশেষ আলোকপাত ও সারা ভারতে নানান স্থানে থাকা তাঁর বিভিন্ন আশ্রমগুলি ও তাঁদের কর্মকাণ্ড নিয়ে তৈরি করা ‘জগত্ধৃতায়চঃ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শুভারম্ভ হয় সমবেত ভক্তমণ্ডলি দ্বারা মনোজ্ঞ ভক্তিসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। রিষড়া প্রেম মন্দিরের অধ্যক্ষ মহারাজ শ্রীমত্ দেবানন্দ মহারাজ সাবলীল ভাষায় বালানন্দ মহারাজের ভাবধারার কথা সকলের কাছে তুলে ধরেন।এইদিন শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের জীবনী অবলম্বনে ‘পতিত পাবন বালানন্দ’ শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করেন বালানন্দ ধর্মসংঘের ভক্তমণ্ডলী।
সম্মেলনে উপস্থিত ছিলেন রিষড়া প্রেম মন্দিরের অধ্যক্ষ মহারাজ শ্রীমত্ দেবানন্দ মহারাজ ও এই আশ্রমেরই অন্যতম মহারাজ শ্রী শ্রী ধ্রুবানন্দ মহারাজ। তত্সহ উপস্থিত ছিলেন বালানন্দ ধর্মসংঘের অন্যতম আশ্রম দেওঘর করণীবাদ আশ্রমের প্রধান মহারাজ শ্রীমৎ সম্বিদানন্দ ব্রহ্মচারী মহারাজ, স্বামী বিমলানন্দ মহারাজ এবং এই সংঘের নানা শাখার নানান মহারাজ বৃন্দ। (ক্যামেরা-বাবলু পাল, স্থিরচিত্র-স্বরূপম চক্রবর্তী)