আগামী ২১ ডিসেম্বর সারা ভারতে একদিনের ব্যাঙ্ক ধর্মঘট

QWQWQW.jpgনিজস্ব সংবাদদাতাঃ  আগামী ২১ ডিসেম্বর সারা ভারতে একদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল সারা ভারত ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোশিয়েশন। কেন্দ্রীয় সরকারের তিনটি ব্যাঙ্ক সংযুক্তিকরণ (দেনা, বিজয়া,ব্যাংক অফ বরোদা) ও আরও বিভিন্ন দাবি দাওয়া যাদের মধ্যে অন্যতম ১ থেকে ৭ স্কেল পর্যন্ত বেতন সমঝোতার মধ্যমে বেতন চুক্তি সম্পাদন করতে হবে। সারা ভারত ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস সংবাদ প্রতিখনকে জানান তারা কেন্দ্রীয় সরকারের এই ব্যাঙ্ক সংজুক্তিকরণ নীতির সম্পুর্ন বিরোধী। এই নীতি কার্যকরী হলে দেশে বেকারি বাড়বে, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে, ব্যাঙ্কের শাখা কমে যাবে, মনোপোলি তৈরি হবে। অফিসাররা আজ দিনে ১০ থেকে ১২/১৪ ঘন্টা কাজ করেও ন্যায্য বেতন পাচ্ছেন না, তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে শিক্ষিত যুবক যুবতীরা। তাদের কাজের সুনির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। (ছবি সৌজন্যে গুগুল)

 

%d bloggers like this: