শ্রীয়া হাজির তার শীতকালীন সম্ভার নিয়ে

শীতকালীন পোশাকের বিশাল সম্ভার নিয়ে পার্ক স্ট্রীটের শ্রীয়া নতুন ভাবে সাজিয়ে তুলেছে তার সম্ভার। সম্প্রতি শ্রীয়ার শো-রুমে এই উপলক্ষে হাজির হয়েছিলেন একঝাঁক নক্ষত্র। ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত, রাজনৈতিক ব্যক্তিত্ব সায়নদেব চ্যাটার্জী, কাউন্সিলর জুবি বিশ্বাস, , মডেল ও গ্রুমিং বিশেষজ্ঞ নিকোলা গোমেস, অভিনেত্রী ও প্রযোজক সুচন্দ্র ভ্যানিয়া, জুয়েলারী ডিজাইনার নিলঞ্জানা চক্রবর্তী, মেকআপ শিল্পী কৌশিক রজক, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জী, সামাজিক ব্যক্তিত্ব ইমরান জাকি ও শ্রিয়া পান্ডে, মডেল রিচা শর্মা ও উদ্যোক্তা ভভনা হিমানি। শ্রীয়া ব্র্যান্ডের মালিক মনিষ সুলতানিয়া বলেন, ” তাদের পোশাক প্রত্যেক নারীকে চমত্‍কার এবং সুন্দর করে সাজিয়ে তুলবে। তিনি বলেন আমাদের কাছে, সমস্ত নারী সমান এবং তাদের প্রত্যেকেই নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তলর ক্ষমতা রয়েছে। মডেল রিচা শর্মা শ্রীয়া’র পোশাক সম্ভারের সম্পর্কে বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি বলেন এই ব্র্যান্ডের পোশাক শুধুমাত্র শীতকালেই নয় সকল ঋতুতেই এদের পোশাক সমান ভাবে পরিধানের যোগ্য।

%d bloggers like this: