প্রভা খৈতান ওম্যানস ভয়েস পুরস্কারের জন্য মনোনীত হল লেখিকাদের নাম

অ্যাপেজি কলকাতা লিটারেরি ফেস্টিভ্যাল ও অক্সফোর্ড বুকস স্টোর ২৭ নভেম্বর সন্ধ্যায় ঘোষণা করল প্রভা খৈতান ওম্যানস ভয়েস পুরস্কারের জন্য মনোনীত ৬ জন লেখিকার নাম। এদিন এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল দি উইমেন রাইটার ইন টুডে’স ইন্ডিয়া: হু’স লিসেনিং শীর্ষক অক্জ আলোচনা চক্রের। আলোচনা উপস্থিত ছিলেন লেখিকা অনিতা অগ্নিহোর্ত্রী, শ্রীময়ী পিউ কুণ্ডু, করুণা পারিখ, ডিজাইনার স্বরূপ দত্ত এবং অঞ্জুম কাত্যাল।

%d