রক স্টার বিনি’র সংগীতের প্রকাশ

DSC0326.jpgনিজস্ব সংবাদদাতাঃ কলকাতা প্রেস ক্লাবে ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল আগামী জানুয়ারিতে মুক্তি পেতে চলা লক্ষ্মী পাল পরিবেশিত, তন্ময় রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র রক স্টার বিনি’র মিউজিক লঞ্চ। দিলীপ প্রোডাকশন আয়োজিত এদিনের সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিত চক্রবর্তী, দেবাশীষ গাঙ্গুলি, অভিনেত্রী স্বান্তনা বসু, গায়িকা লগ্নজিতা, রাখী দত্ত প্রমুখরা। রক ব্যান্ড, অসম বয়সী প্রেমের টানটান গল্প নিয়ে গড়ে ওঠা ছবিটি নিয়ে আশাবাদী ছবির পরিচালক ও প্রযোজক। (ছবি স্বরূপম চক্রবর্তী)

for-web.jpg

 

%d