নামী-অনামী সকলেই স্বাগত আমার ক্যানভাসে

শিল্পীদের তাঁদের যোগ্য সন্মান ও কদর এবং সমাজে তাঁদের স্থানকে সুদৃঢ় করতে এবং সর্ববপরি তাঁদের শিল্পকলাকে বিশ্ব বাজারে সু-প্রতিষ্ঠত ও প্রকৃত বিপননের লক্ষ্যে কাজ করতে রাহুল বসাক ও অমিত কুমার মাহিশ্য দাস তৈরি করেছেন আমার ক্যানভাস নামক এক আন্তর্জাতিক বিপণন সংস্থা। এডিআরবি আর্ট প্রাইভেট লিমিটেডনামক এই সংস্থার মূল উদ্দেশ্য শিল্পীরা তাঁদের নিজেদের সৃষ্টি করা শিল্পকর্ম সহজেই এই অন্তর্জাল পথের মধ্য দিয়ে বিশ্বের দরবারে উপস্থিত ও বিক্রয় করতে সমর্থ হবেন। যার জন্য কোনও মধ্যসত্ত্বভোগীর প্রয়োজন নেই।

এখনও আমাদের ভারতের শিল্পকর্ম জগত্‍বিখ্যাত। কিন্তু যখন শিল্পীরা তাঁদের উপযুক্ত সম্মান ও সমাদর পান না। এবং বলা যায় সকল রকম আধুনিক প্রযুক্তি থেকেও তাঁর আজ সমান ভাবে বঞ্চিত। মূলত সেই সকল প্রান্তিক শিল্পীদের আলোকে আনতে এবং তাদের আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পুর্ন করে তুলে তাদের এই পদক্ষেপ বলে এদিন জানান আমার ক্যানভাস এর দুই কর্ণধার রাহুল বসাক ও অমিত কুমার মাহিশ্য দাস। তাঁর আরও জানান যে কোন শিল্পী তাদের অন্তর্জাল পথে নিজেদের নাম বিনা পয়সায় নথিভুক্ত করে নিজেদের শিল্পকর্ম সারা বিশ্বের শিল্পপ্রেমী জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পী প্রবীর সেন চৌধুরী, বিপণন কর্তা অ্যাভেলো রায়, শিল্পপতি গগন সচদেব, ডঃ ইন্দ্রনীল চ্যাটার্জী, প্রখ্যাত মৃত্‍ শিল্পী মিন্টু পাল ও অভিনেতা বাদশা মৈত্র।

%d bloggers like this: