জগদ্ধাত্রী পুজোর মোবাইল অ্যাপ চালু করল রিষড়া থানা
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন রিষড়া থানা চালু করল সাধারণের সুবিধার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ। বিশেষ এই অ্যাপটিতে থাকছে রিষড়া থানার অন্তর্গত সকল জগদ্ধাত্রী পূজার বিস্তারিত বিবরণ। সঙ্গে থাকছে রাস্তার নকশা। এর সঙ্গে এই অ্যাপে রাখা হয়েছে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রিষড়া থানার উদ্যোগে তৈরি করা অস্থায়ী পুলিশ সহায়তা কেন্দ্রগুলির বিবরণ, আছে রিষড়া থেকে খড়দহ ফেরি চলাচলের সময় সারণী। এই মোবাইল অ্যাপটিতে আরও অতিরিক্ত আছে রিষড়া থেকে ব্যান্ডেল ও হাওড়ার মধ্যে চলাচলকরি লোকাল ট্রেনের সময় সারণী। সঙ্গে দেওয়া আছে রিষড়া অঞ্চলের নানান আপত্কালীন পরিষেবার যোগাযোগের ফোন নম্বর। রিষড়া শহরের অন্যতম প্রধান উত্সব জগদ্ধাত্রী উত্সবকে কেন্দ্র করে সাধারণের সুবিধার জন্য তৈরি করা এই বিশেষ মোবাইল অ্যাপ উপহার দেওয়ার জন্য রিষড়া পুলিশের এই উদ্যোগ সাধুবাদের যোগ্য। কাজেই আর ভাবনা কিসের নিশ্চিন্তে, নির্ভাবনায় ঠাকুর দেখুন সবাই মিলে, আপনাদের পাশে-আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সদা জাগ্রত রিষড়া থানা।