মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ থাকছেন আজ ছট পুজোয়

chattনিজস্ব সংবাদদাতাঃ বৈদিক যুগ থেকে সূর্যদেবতার পুজো চলে এলেও নাম কেন ছট পুজো?  আসলে ছয় কথাটাকে অনেকে ছট বলে থাকেন। মূল পুজো হয় ষষ্ঠীর দিনে, সেখান থেকেই ছট শব্দের উৎপত্তি। আর তা থেকেই ছট পুজো। ছট বা ছঠ, ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুন একে ছট বলা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই চার দিনের ব্রতের (কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী) সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী। ভারতে সূর্য্যোপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। এটি বছরে দুবার পালিত হয় প্রথমবার চৈত্র মাসে (চৈতী ছট) এবং দ্বিতীয়বার কার্তিক মাসে (কার্তিকী ছট)। পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোকামনা লাভের উদ্দেশ্যে এটি পালিত হয়। নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। চারদিনের এই ব্রতের প্রথম দিনে বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন। পরদিন থেকে উপবাস শুরু হয়,  দিনভর নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পূজার শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন। তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য দের সঙ্গে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্পণ করেন। ব্রতের শেষদিনে খুব ভোরে নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে এক মনে শুদ্ধ ভাবে অর্ঘ্যপ্রদানের পর উপবাসভঙ্গ করে শেষ হয় এই পুজোর উত্‍সব। chatmamata ছট পুজো উপলক্ষে বাড়তি ছুটি ঘোষণা করেছেন রাজ্য সরকার। এবারের ছট পুজোয় রাজ্য সরকারি কর্মীরা ১ দিন ছুটির, পাশাপাশি যাঁরা ছট পুজো করবেন তাঁরা পাবেন পরপর ২ দিন ছুটি। এছাড়াও রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার ফেসবুক পেজে গিয়ে যে কেউ আজ বিকাল সাড়ে চারটা থেকে কলকাতার ছট পুজো সরাসরি দেখতে পারবেন। (ছবি স্বরূপম চক্রবর্তী)

%d bloggers like this: