নিজস্ব সংবাদদাতাঃ ল্যান্ড অফ রাইজিং সান এর রাজ্যে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর, ২০১৮ পূর্ব কামেঙ্গ জেলার পাপ্পু ভ্যালিতে বসতে চলেছে প্রথম বারের জন্য প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল। সহযোগিতায় প্যারাগ্লাইডিং অ্যাশোসিয়েশন অফ অরুণাচল। মূলত উত্তর পূর্ব ভারতের প্রান্তিক এই রাজ্যের প্যারাগ্লাইডিং ক্ষেত্রগুলিকে প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই উত্সবের আয়োজন। সবুজে মোড়া ধানক্ষেত, আঁকা-বাঁকা নদীর তীরে অবস্থিত এই পাপ্পু ভ্যালী। পর্যটকদের কাছে এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলতে এই প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। উত্সবে প্যারাগ্লাইডিং করতে নাম নেওয়া হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত প্যারাগ্লাইডিং পাইলটদের। তবে যদি কোনও পর্যটক প্যারাগ্লাইডিং করতে ইচ্ছুক থাকেন তবে নিরাশ হবার কোনও কারণ নেই।
উত্সব কর্তৃপক্ষ দক্ষ প্যারাগ্লাইডিং পাইলটদের ব্যবস্থা করছেন যাঁরা পর্যটকদের প্যারাগ্লাইডিং এর স্বপ্নকে স্বার্থক করে তুলবেন। এই উত্সবে যে সকল প্রশিক্ষণ প্রাপ্ত প্যারাগ্লাইডিং পাইলটরা অংশ নিচ্ছেন তাদের জন্য উত্সব কমিটি মোট ১,৫০,০০০ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। আশা করা যায় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের পর্যটনের বিকাশে এই প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল এক নতুন দিগন্ত স্থাপন করবে। (ছবি সৌজন্যে অরুণাচল প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল)